সমাজের মানুষগুলো কেমন যেন বদলে যাচ্ছে। আগের মতো সেই মেলবন্ধন নেই। হারিয়ে যাচ্ছে মমত্ববোধ, ভালোবাসা, সহমর্মিতা, সহনশীলতা, সমপ্রীতি, মূল্যবোধের মতো ইতিবাচক গুণাবলী। সবাই নিজের ভালোটাই বুঝতে শিখেছে কিন্তু এই ভালোর জন্য অন্যের ক্ষতি হচ্ছে কি না দ্বিতীয়বার ভাবছে না। বড় অদ্ভুত হয়ে যাচ্ছে এই সমাজের মানুষগুলো। পরিচিত মুখগুলো যেন চিরকালের অচেনা, এমন আচরণের দ্বারা প্রভাবিত করছে একে অন্যকে। একসময় পাঠ্যবইয়ে মানুষকে সামাজিক জীব হিসেবে স্বীকৃতি দেয়া হলেও বর্তমান সময়ে মানুষের এরূপ আচরণে তার মিল খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার। এভাবে যদি আমাদের চারপাশের মানুষগুলোর মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে থাকে তবে আমরা সেই সব জাতির মতো চরম এক অবস্থার দ্বারপ্রান্তে পৌঁছাবো যারা মানবতার চরম অবজ্ঞা দ্বারা নিজেদের কলুষিত করেছে। আমাদের এই সমাজ ব্যবস্থার সমস্যা সমাধানে সুশীল সমাজের এগিয়ে আসাটা অত্যাবশ্যক। মানুষ পুরোপুরি মনুষ্যত্ব বিবর্জিত হওয়ার আগেই মানুষের বিবেকবোধ জাগ্রত করা দরকার। এখনই যদি মানুষের মধ্যে সংশোধন না আসে তবে এই সামাজিক ক্ষত দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। তাই আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণে নিয়োজিত হই। সুষ্ঠু-সুন্দর সমাজ গড়ি, সুন্দর জীবন উপভোগ করি।