আমি নিজেই এক কবিতা

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:৫৭ পূর্বাহ্ণ

একটি কবিতা লিখবো তাই

পাখিদের নীড়ে ফিরে চোখ হারিয়েছি

শূন্য থেকে নীল এনে জলে মাখিয়েছি

কবিতার সাথে দেখা হলো না।

বাউল, ভাওয়াইয়া, লোকগীতি থেকে

লালন, মরমী, কাওয়ালির সুরে

ভক্তি আর প্রেমে চোখ ভিজে এলো।

শূন্যতায় ডুব দিয়ে এলাম

তবু কবিতা হলো না।

একদিন ঘর থেকে বের হয়ে

মানুষ দেখতে দেখতে

মানুষ দেখতে দেখতে

গোলকধাঁধায় জড়িয়ে অবসন্ন মন

কবিতা লেখার অনূভুতি হারালো।

একটি কবিতাজয়নুল থেকে ভিঞ্চি

সবার চোখ দিয়ে নারী আর প্রকৃতি

তবে কবিতা অধরা থেকে গেল।

তারপর

তারপর এক শুভক্ষণে তুমি এসে চুমালে

আর আমি নিজেই এক কবিতা হয়ে গেলাম।

তোমার কবিতা।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের অবদান
পরবর্তী নিবন্ধকবিতাকে নিজের মতো করে