আমার বাড়ি চট্টলাতে
পাহাড়ঘেরা গ্রাম
সেই পাহাড়ের কাছে আমি
বীরত্ব শিখলাম।
আমার বাড়ি চট্টলাতে
সাগরঘেঁষা গ্রাম
সেই সাগরের কাছে আমি
মহত্ব শিখলাম।
সাগর পাহাড় অরণ্যতে
কাটে আমার দিন
তাদের সাথে থেকে আমি
বিপদে ভয়হীন।
অপু বড়ুয়া | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ