আবারও ফেসবুক

| বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করছেন স্থানীয়রা; ঘটনার ছবি-ভিডিও সঙ্গে সঙ্গে ফেসবুকে ছড়ানোর দিকে ইঙ্গিত করে তাদের এই দাবি। বিষয়টি নজরে আসার পর সোশাল মিডিয়ায় অপপ্রচার রোধে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। খবর বিডিনিউজের।
গতকাল বুধবার সকালে কুমিল্লায় নানুয়া দিঘীর পাড়ে একটি পূজামণ্ডপে ঘটনার সূত্রপাত হলেও এরপর বিকাল পর্যন্ত আরও কয়েকটি মন্দিরে হামলা হয় বলে দাবি করেন কুমিল্লা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবু প্রসাদ দত্ত। সোশাল মিডিয়ায় এই ঘটনার ছবি-ভিডিও ছড়িয়ে পড়ার পর চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজারেও মন্দিরে হামলার ঘটনা ঘটে। চাঁদপুরের হাজীগঞ্জে প্রাণহানির খবরও পাওয়া গেছে। শিবু প্রসাদ বলেন, ভিডিও করে সকাল ৬টার মধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়।
ঘটনাটি পরিকল্পিত বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কারণ ৭টার সময় অনেক লোক, ওই লোকগুলো আসল কোথা থেকে, আর ওসিকে ৯৯৯ এ কে টেলিফোন করল। ওসি সাহেব অনেক চেষ্টা করছে, তখন কে বা কারা এটা ভিডিও করে ভাইরাল করে দিয়েছে।
ওসির কোরআন উদ্ধারের ভিডিও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়াতে দেখা গেছে, যেখানে ছবি-ভিডিওর সঙ্গে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যও দেখা গেছে। যা তুলে ধরে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় ফেসবুক কর্তৃপক্ষেরও সমালোচনা করেছেন অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট। সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধেও কলম ধরেছেন অনেকে।
কুমিল্লার ঘটনায় তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ঘটনার পরপরই এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে ১০০ এর বেশি ফেসবুক লিংক বন্ধ করার সুপারিশ করা হয়েছে। আমরা আশা করছি, এগুলো বন্ধ হয়ে যাবে। অন্যান্য সোশাল মিডিয়া থেকেও উসকানিমূলক কন্টেন্ট সরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় আমরা এবার তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়ায় ডিজিটাল মাধ্যমে অপপ্রচার নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি।
কুমিল্লায় বিদ্বেষ ছড়ানোর কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ঘটনায় স্থানীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা। তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, এছাড়াও পুরো বিষয়টি আমরা মনিটরিং করছি। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে তাদের আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘বার্ধক্য একটি রোগ চিকিৎসায় হয় নিরাময়’
পরবর্তী নিবন্ধকুমিল্লায় বিজিবি মোতায়েন, ঘটনা খতিয়ে দেখার নির্দেশ