আগামী নির্বাচনেও শেখ হাসিনার প্রার্থীদের বিজয়ী করতে হবে

শ্রমিক লীগ নেতা রহমত উল্লাহ স্মরণসভায় নাছির

| বুধবার , ২৫ মে, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. রহমত উল্লাহ চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব।

সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমদ, শফর আলী, শাহাব উদ্দিন, রহমত উল্লাহর মেয়ে মহিলা লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক রুবা হাসান প্রমুখ। বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, সাদিকুর রহমান, মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, তাজুল ইসলাম, মো. লাদেন, রহমত উল্লাহর ছেলে হাবিব উল্লাহ ভাস্কর, কামল উদ্দিন, মো. জাহাঙ্গীর, সিরাজ উল্লাহ, শেখ মো. মহিউদ্দিন, মো. লোকমান, মো. লেদু, মো. হারুন ও আনোয়ার আলম। প্রেস বিজ্ঞপ্তি।