আইন কখনো নিজের হাতে তুলে নিবেন না

| সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

সাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ব্রিটিশ সরকার হতে বাংলাদেশের অদ্যাবধি বিভিন্ন সময়ে বিভিন্ন বৎসরে বিভিন্ন দিবসে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, বিভিন্ন বাজার ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থার কারণে হাজার হাজার গ্রাহকের টাকা কয়েকজনে লুট করে নিয়ে গেছে, ট্যাক্স, সিডিএর নকশা ভুলের কারণে গৃহকর আদায়ের নামে অনেকে ঘরবাড়ি অবৈধভাবে তৈরি করে ফেলেছে, ভূমি ব্যবস্থায় কোর্ট কাচারি আদালত ফোজদারী (থানা পুলিশ) ভাইকে ভাই হত্যা ভাইবোনের এতিমের কবরস্থানের মসজিদের জায়গা, ছিনতাইয়ের কারণে ও সড়ক দুর্ঘটনায় বেআইনিভাবে মানুষকে যত্রতত্র মানুষকে আহত ও হত্যা বিভিন্ন মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করে করেছে। সবই বেআইনি কার্যকলাপের নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে। গ্যাস, বিদ্যুৎ, পানি পাচ্ছে না ঠিকমত। তাই বিভিন্ন পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়া সিটিভি, বিটিভি প্রচার এবং আমরা বহুবার পত্রপত্রিকায় দিয়েছি উক্ত ব্যাপারে মাস্টারদের মাধ্যমে শ্রেণিকক্ষে শিখানোর জন্য। ‘আইন কখনো নিজের হাতে তুলে নিবেন না’ প্রচার করার জন্য জোর দাবী জানাচ্ছি।

এম.. সালাম

পাহাড়তলী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরণেশ দাশগুপ্ত : এক অনন্য প্রগতিশীল সত্তা
পরবর্তী নিবন্ধস্বেচ্ছায় রক্তদান, বাঁচাতে পারি একটি প্রাণ!