অভিনন্দন

সিমলা চৌধুরী | রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

সাবাস, বাংলার বীর কন্যারা
ফুটবল খেলে জয় ছিনিয়ে আনলে তোমরা।
জয় ছিনিয়ে আনা নয় তো অত সহজ
জয়ের জন্য ছাড়লে তোমরা মনের যত লাজ।
দেশকে তোমরা পৌঁছে দিলে হিমালয়ের শীর্ষে
স্যালুট জানাই বারংবার আনন্দে আর হরষে।
কন্যা তোমরা নও যে দুর্বল
দেখিয়ে দিলে সারা বিশ্ববাসীকে।
লজ্জায় মুখ ঢাকছে তারা
যারা সর্বদা দুর্বলভাবে তোমাদের।
কৃষ্ণা, মান্দা, মারিয়া, আঁখি,
পারভীন সিরাত, রূপনা, শিউলি
তোমাদের নাম লেখা রবে স্বর্ণ অক্ষরে
বাংলাদেশের মানুষের হৃদয় কুঠুরে।
টুকটুকে লাল জার্সিতে ছড়িয়ে দিলে
বিজয়ের আলোকিত কিরণের ঝলকানি।
ভালোবাসবে চিরকাল বাঙালি তোমাদের
অভিনন্দন বাংলার বিজয়ী বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধকোটি মানুষের ভালোবাসার কাগজ দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধসংবাদপত্র জগতের পথিকৃৎ