অন্ধকারের রুদ্র সাধক

জসিম উদ্দিন খান | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

অন্ধকারে টিমটিম করে যে সলতেটা জ্বলছিল, নিভে গেল সেটিও।
মাল্টিকালার চুড়ির মত তোমার মনটাও কি বহু বর্ণের?
তুমি কি বহুর মনোরঞ্জনের দুরূহ সাধনায় আজন্ম নিমগ্ন?
রুদ্র সাধক তুমি?
অথচ, তুমি এক মিষ্টি পাখিই ছিলে আমার মনের বনে।
কিচির মিচির দুষ্টুমিতে, গানে – সুরে অভিমানে, সারাক্ষণ মেতেছিলে।
তোমায় আমি বন্ধু ভেবেছি, আপন ভেবেছি,
দূরাকাশে তারার মেলায়, হাত ধরাধরি করে হাঁটার স্বপ্ন বুনেছি।
তোমায় জ্বালাবো বলে-
বৈশাখি ঝড় আর শাওনের কান্নায় ম্রিয়মান থেকেছি।
তুমি আমার হয়ে রইলে না।
সবার আলো হলে তুমি, শুধু আমার আলো হলে না।
বহুবর্ণের রুদ্র সাধক তুমি, অন্ধকারে জ্বালালে আমায়,
জ্বালালে অন্যকে- নিজে জ্বললে না।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধমুজিব-সূর্য বাংলাদেশে