অক্সিজেনে জ্বালানিবাহী ট্রেন লাইনচ্যুত

চবি শাটল বন্ধে শিক্ষার্থী ও যাত্রীদের ভোগান্তি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ জুন, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

নগরের অক্সিজেন এলাকায় বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আমিন জুট মিল থেকে অক্সিজেন সেকশনে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। এরপর থেকে এই লাইন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগরের মধ্যে চলাচলরত ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোগান্তি পোহাতে হয়েছে এ রুটে ট্রেনে চলাচলকারী যাত্রীদের।

জানা গেছে, নগর থেকে চট্টগ্রামের হাটহাজারীর একটি বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি নিয়ে যাচ্ছিল ট্রেনটি। ষোলশহর রেলস্টেশন ছেড়ে যাওয়ার পথে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেলা একটায়, দুইটায় ও সাড়ে তিনটায় তিনটি ট্রেন নগরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা ক্লাসপরীক্ষা শেষে শহরের উদ্দেশে আসার জন্য ক্যাম্পাস স্টেশনে আসেন। তবে নির্ধারিত সময় পার হলেও ক্যাম্পাস স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। এদিকে নগর থেকে বেলা আড়াইটায় ও সাড়ে তিনটায় দুটি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ট্রেন চলাচল করেনি।

রেলওয়ের ষোলশহর স্টেশনের স্টেশনমাস্টার আরিফুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে হাটহাজারী যাওয়ার পথে জ্বালানিবাহী ট্রেনের একটি ট্যাংক লাইনচ্যুত হয়েছে। তাৎক্ষণিকভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে বেলা পৌনে দুইটায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। বিকাল ৫টা ২০ মিনিটে লাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধসুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোররেন্ট ফাঁকির মূলহোতা গ্রেপ্তার