রাঙ্গুনিয়ায় মাদক বিক্রিকালে মো. সোহাগ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০৩ পিস ইয়াবা পাওয়া গেছে। গত মঙ্গলবার ভোররাতে চন্দ্রঘোনা–কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বনগ্রাম এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।
থানার উপ–পরিদর্শক সুমন কুমার দে বলেন, ইয়াবা বিক্রির খবর পেয়ে চন্দ্রঘোনা লিচুবাগানে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তার প্যান্টের পকেটে ৩০৩ পিস ইয়াবা পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আরিফ আহমেদ (২৬) পালিয়ে যায়। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।












