মীরসরাইয়ে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে দুটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। গতকাল বুধবার মোবাইল কোর্ট পরিচালনাকালে জোরারগঞ্জ থানাধীন ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স ফেবো ফিলিং স্টেশনের অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে তা সন্তোষজনক নয় মর্মে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমাম হোসেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স গুলিস্তান ফিলিং স্টেশনকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতীত এলপিজি গ্যাস মজুদ ও বিক্রির দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবৈদ্যুতিক তার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক বিক্রির সময় যুবক গ্রেপ্তার