রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৭টি দোকান

রাঙ্গুনিয়া প্রতিনিধি  | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার রাত ২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের দিঘির পাড় বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, দীঘির পাড় বাজারের একটি দোকানে রাত দুটার দিকে আগুন লেগে মুহুর্তে তা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী আবু তাহের , মো. নাসের, মো. ইয়াতিম, মো. ইয়াকুব, মো আজগর, আহম্মেদ আলী ও মো. লতিফ মেম্বারের মালিকানাধীন ৬টি সেমিপাকা ও ১টি কাঁচা বিভিন্ন মালামালের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী মঙ্গলবার সরেজমিনে এসে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক বিক্রির সময় যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু