প্রতিবন্ধী ভাতা ১০০ টাকা বাড়ানোর প্রস্তাব, বয়স্ক ভাতা বাড়ছে না

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:১০ পূর্বাহ্ণ

২০২২-২০২৩ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা খাতে উপকারভোগীর সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার বাড়ানো হয়েছে। মাসিক হারে ভাতা বাড়িয়ে এ খাতের অর্থ ২৩ লাখ ৬৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভাতার হার ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাড়ছে না বয়স্ক ভাতা। এর আগে ২০২১-২০২২ অর্থবছরে ২০ লাখ ৮ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭৫০ টাকা হারে ভাতা প্রদানের সিদ্ধান্ত হয়েছিল। খবর বাংলানিউজের।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে প্রতিবন্ধী ভাতা বাবদ দুই হাজার ৪২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করছি। ভাতা কর্মসূচির বাইরেও সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি চালু করেছে। ২০২১-২০২২ অর্থবছরে যার উপকারভোগীর সংখ্যা ছিল এক লাখ এবং বার্ষিক বরাদ্দ ছিল ৯৫ কোটি ৬৪ লাখ টাকা। দেশের অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকি হ্রাসকল্পে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতায় বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বীমা চলতি বছরের জাতীয় বীমা দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয়েছে।

এবারের বাজেটে বয়স্ক ভাতা বাড়ছে না। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদি ও স্থায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রবীণদের অধিকার সমুন্নত রাখায় সচেষ্ট। দুঃস্থ প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষায় ব্যাপক পরিসরে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীত ভাতার ক্ষেত্রে প্রবীণ নারীকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে।

২০২১-২০২২ অর্থবছর থেকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ৫৭ লাখ ১ হাজার ভাতাভোগীর জন্য বয়স্ক ভাতা খাতে তিন হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হচ্ছে, যা চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে পাহাড় কাটার সময় তিনজন আটক
পরবর্তী নিবন্ধমাদক মামলায় মিয়ানমার নাগরিকের মৃত্যুদণ্ড