বায়েজিদে পাহাড় কাটার সময় তিনজন আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:০৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদের মাঝির ঘোনা এলাকায় পাহাড় কাটার সময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবেশ অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান। তবে, আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ওসি বায়েজিদ বলেন, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সময় তিনজনকে আটক করা হয়। তারা বর্তমানে থানায় আছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধবিএম কন্টেনার ডিপোতে পণ্য ছিল ৪০ মিলিয়ন ডলারের
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী ভাতা ১০০ টাকা বাড়ানোর প্রস্তাব, বয়স্ক ভাতা বাড়ছে না