চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠানে বসতঘরে চুরির ঘটনায় মো. পারভেজ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার পারভেজ আনোয়ারার বরুমচড়া এলাকার আহম্মদ হোসেনের পুত্র।
মঙ্গলবার রাতে পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, বড়উঠান ইউনিয়নের রাজ্জাক পাড়া এলাকার ফেরদৌস বেগমের বসতঘরে গত রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করেন তিনি।
তিনি আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারের পর আসামির দেওয়া তথ্যমতে নতুন ব্রিজ এলাকার মীর ফিলিং স্টেশনে পিছনে মাস্টার কলোনি শাহজাহানের ভাড়া বাসা থেকে চোরাইকৃত একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও তিনটি মোবাইল ফোনসহ ২ লাখ ২৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতার পারভেজকে আজ বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।












