হাটহাজারীতে মধু পূর্ণিমা উদযাপন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বৌদ্ধ সমপ্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা মহাসমারোহে গত বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলার আওতাধীন আটটি বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যুষিত ১২টি বৌদ্ধ বিহার তথা মন্দিরে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলপবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, জাতীয়, ধর্মীয় ও স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহন, ভিক্ষু সংঘের পিন্ডদান, উপসথ শীলধারীদের মধ্যহৃভোজ গ্রহণ, মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান, আলোক সজ্জা, বুদ্ধ কীর্তন, সন্ধ্যাকালীন প্রদীপ পূজা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা। উপজেলা আওতাধীন পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভদন্ত শান্তদর্শী ভিক্ষু। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘজ্যোতি ভিক্ষু, ভদন্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ছাগল-ভেড়ার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এসএস-২০০০ ফ্রেন্ডস গ্রুপের বিনামূল্যে চক্ষু চিকিৎসা