স্যার আশুতোষ সরকারি কলেজে বাস চাই

| সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

স্যার আশুতোষ কলেজ দক্ষিণ চট্টগ্রামের সর্বপ্রথম উচ্চ শিক্ষার কলেজ। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন যাবৎ কলেজটি গ্রামাঞ্চলে ছাত্র-ছাত্রীদের দর্শনীয় স্থান ও উচ্চতর বিদ্যাপীঠ হিসেব পরিচিত ছিল। কলেজের ভবনসমূহ, বিশাল খেলার মাঠ, পাকাঘাটের পুকুর, আবাসিক ছাত্রাবাস, আশেপাশের বিশাল এলাকাজুড়ে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দর্শকদের আকৃষ্ট করে তুলতো। ১৯৩৯ সালে নির্মিত দক্ষিণ চট্টগ্রামের একমাত্র উচ্চতর বিদ্যাপীঠ বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষার মান আরো উন্নত করার নিমিত্তে শহরগামী মেধাবী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ও কলেজের মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার জন্য স্যার আশুতোষ সরকারি কলেজ নামে নিজস্ব বাস চাই। এতে করে প্রতি বছর চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হবে। কলেজের সুনাম ও সৌন্দর্য বৃদ্ধি করার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের নিজস্ব বাস থাকা। বর্তমানে কলেজটিতে ৬০০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। আশা করছি বিষয়টি এমপি মহোদয়ের দৃষ্টিগোচর হবে। তিনি বাস দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কলেজটি আবারো ঐতিহ্য সমৃদ্ধ হবে।

মাঈন উদ্দীন রুবেল
বোয়ালখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধফাল্গুনী মুখোপাধ্যায়: ঔপন্যাসিক ও সম্পাদক
পরবর্তী নিবন্ধঘুষ!