সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

পৃথিবীতে যে কয়টি দেশ ক্ল্যাসিক মিউজিকে উচ্চস্থানে রয়েছে আমাদের বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। আমাদের এই উচ্চাঙ্গ সংগীতের রয়েছে সমগ্র বিশ্বব্যাপী সম্ভ্রম জাগানিয়া উঁচু স্থান। নতুন প্রজন্মকে যত বেশি এবং যত সহসা এই সংগীতের সাথে যুক্ত করা যাবে ততই মঙ্গল পরিবারের জন্য, সমাজের জন্য সর্বোপরি রাষ্ট্রের জন্য।
সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ আয়োজিত গতকাল শুক্রবার সন্ধ্যায় দুইদিনব্যাপী চতুর্বিংশতিতম জাতীয় উচ্চাঙ্গ সংগীত ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সম্মেলন উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক তপনজ্যোতি বড়ুয়া। সভাপতিত্ব করেন সদারঙ্গের সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরু হয় পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী রচিত সম্মেলক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। পরিবেশন করেন সদারঙ্গের শিক্ষার্থী সদস্যবৃন্দ। শিল্পী সুহা চক্রবর্ত্তীর রাগ বাগেশ্রী পরিবেশনার মধ্য দিয়ে একক পরিবেশনা শুরু হয়।
তাকে তবলায় সহযোগিতা করেন রাজীব চক্রবর্ত্তী। এরপর সেতারে রাগ পরিবেশন করেন ময়মনসিংহের শিল্পী নিশিথ দে।
পিরোজপুরের শিল্পী দিপ্তী সমাদ্দার এবং আহমেদ ব্রাদাস ( সবুজ আহমেদ, শান্ত আহমেদ এবং কামরুল আহমেদ) -এর পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিনের সূচি সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকমরেড মোর্শেদ আলী ও অনঙ্গ সেন স্মরণসভা
পরবর্তী নিবন্ধউত্তর আগ্রাবাদ শাখার ত্রিবার্ষিক সম্মেলন