চবি ইসলামের ইতিহাস বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির নির্বাচনে জামাল-মিজান পরিষদ জয়ী

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ম ত্রিবার্ষিক নির্বাচন গতকাল কোর্ট হিল আইনজীবী অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

যথাসময়ে ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাতটায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. জসীম উদ্দীন খান। এসময় আরো উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ড. মঈন উদ্দিন আহমদ ও মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরী। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি জামাল মোস্তাফা চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান সেলিম। এছাড়া মোট ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে আরো নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে এস এম মাহবুবুর রহমান, . মো. মোরশেদুল আলম ও এসএম মাহবুবউল বশর বাবুল, যুগ্ম সম্পাদক ওমর ফারুক হোসাইনী, অর্থ সম্পাদক আ... নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেহেনা আখতার বেগম। অন্যরা হলেন সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মুহাম্মদ নুরুল বশর রাসেল, মুহাম্মদ আইয়ুব আলী, সোলতানারা বেগম এবং মুহাম্মদ শামসুল আলম, আলহাজ্ব নূর মোহাম্মদ, অধ্যাপক আহমদ ইমরানুল আজিজ, অ্যাডভোকেট সাইফুদ্দিন মো. খালেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক এ. এম. রমিজ আহমদ ও মুহাম্মদ দেলোয়ার হোছাইন। এছাড়া ইতোমধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোস্তফা নাজমুল কাউসার আরমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট দেশ গড়বে শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধমীরসরাই যুবদল নেতাকর্মীর উপর হামলায় জড়িতদের শাস্তির সুপারিশ