এই দিনে

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

কম্বোডিয়ার স্বাধীনতা দিবস

১৭৭৮ ইতালীয় খোদাইকার ও স্থপতি জোভান্নিবাতিস্তা পিরানেসি-র মৃত্যু।
১৭৯৮ ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।
১৮১৮ রুশ ঔপন্যাসিক ইভান তুর্গেনিয়েফ্‌-এর জন্ম।
১৮৫৬ ফরাসি লেখক ও প্রগতিবাদী সমাজ সংস্কারক এতিয়েন কাবে-র মৃত্যু।
১৮৭৭ খ্যাতনামা উর্দু কবি, দার্শনিক ও শিক্ষাব্রতী মুহম্মদ ইকবাল-এর জন্ম।
১৮৮৫ রুশ কবি ভিক্তর খৌবনিকভ্‌-এর জন্ম।
১৮৯২ বিপ্লবী সতীশচন্দ্র দে-র জন্ম।
১৮৯৭ নোবেলজয়ী (১৯৬৭) ব্রিটিশ বিজ্ঞানী রোনাল্ড জর্জ রেইফোর্ড।
১৯০৬ নারী শিক্ষার অগ্রদূত ডরোথা বিল-এর জীবনাবসান।
১৯০৮ ইংল্যান্ডে এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন প্রথম মহিলা মেয়র নির্বাচিত হন।
১৯০৯ ইতালীয় পুরাতাত্ত্বিক মাস্‌সিমো পাল্লোত্তিনো-র জন্ম।
১৯১৭ রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে গঠিত হয় শ্রমিক-কৃষকের প্রথম সরকার।
১৯১৮ জার্মান বিপ্লবের ফলে সম্রাট দ্বিতীয় উইলিয়াম ক্ষমতাচ্যুত হন এবং জার্মানি প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯১৮ ফরাসি শিল্পতত্ত্ববিদ ও কবি গিইয়োম আপোলিনায়োর-এর মৃত্যু।
১৯৪০ ব্রিটিশ রাষ্ট্রনায়ক আর্থার চেম্বারলিনের মৃত্যু।
১৯৫২ পণ্ডিত ও প্রত্নতাত্ত্বিক বসন্তরঞ্জন রায় বিদ্বল্লভ-এর দেহাবসান।
১৯৫৩ ইংরেজ কবি ডিলান টমাস-এর মৃত্যু।
১৯৫৩ সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ ইবন সৌদের মৃত্যু।
১৮৫৬ ফরাসি লেখক ও প্রগতিবাদী সমাজ সংস্কারক এতিয়েন কাবে-র মৃত্যু।
১৯৬৪ ব্রাজিলীয় কবি সেসিলিয়া মিরেলেস-এর মৃত্যু।
১৯৬৫ ব্রিটেনে হত্যার দাযে মৃত্যুদণ্ড রহিত করা হয়।
১৯৬৮ ব্রহ্মদেশ কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা ডা. অমর নাগ-এর মৃত্যু।
১৯৭০ ফরাসি রাষ্ট্রনায়ক শার্ল দ্য গ্যল-এর মৃত্যু।
১৯৮০ উপমহাদেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পি, সি, যোশী-র মৃত্যু।
১৯৮৫ আনাতলি কারপভকে পরাজিত করে বিশ্বের কনিষ্ঠতম দাবা চ্যাম্পিয়ন হন গ্যারি কাসপারভ।

পূর্ববর্তী নিবন্ধবাসের ভাড়া বৃদ্ধি : চরম চাপের মধ্যে জনসাধারণ
পরবর্তী নিবন্ধপ্রসঙ্গ : ইউনিয়ন পরিষদ নির্বাচন