এই দিনে

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৫ পূর্বাহ্ণ

৮০০ প্রথম রোমক সম্রাট শার্লমেন ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১৬২৮ ফরাসি চিত্রশিল্পী নোয়েল কোয়পেল-এর জন্ম।
১৬৪২ ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার ইজাক নিউটন-এর জন্ম।
১৭২১ ইংরেজ কবি উইলিয়াম কলিন্স-এর জন্ম।
১৭৭১ দ্বিতীয় শাহ্‌ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
১৭৮৮ স্কটিশ কবি জন লোগান-এর মৃত্যু।
১৮২১ মার্কিন মানবতাবাদী ও মার্কিন রেডক্রসের প্রতিষ্ঠাতা ক্লারা বার্টন-এর মৃত্যু।
১৮৬১ ভারতীয় শিক্ষাবিদ ও মানবতাবাদী পণ্ডিত মদনমোহন মালব্যের জন্ম।
১৮৬৩ ফরাসি চলচ্চিত্র পুরোধা শার্ল প্যাটা-র জন্ম।
১৮৭৬ নোবেলজয়ী (১৯২৮) জার্মান জৈবরসায়নবিদ আডলফ ভিন্ডাউস-এর জন্ম।
১৮৭৬ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম।
১৮৯২ ইংরেজ লেখক রেবেকা ওয়েস্ট-এর জন্ম।
১৯০৫ নোবেলজয়ী (১৯৭১) কানাডীয় পদার্থবিদ গেরহার্ড হেৎর্সবের্গএর জন্ম।
১৯১৮ মিশরের রাষ্ট্রপ্রধান আনোয়ার সাদাত-এর জন্ম।
১৯১৯ আধুনিক হিন্দি গানের সুরকার ও সংগীত পরিচালক নওশাদ (ওয়াহিদ আলি)-এর জন্ম।
১৯২১ রুশ লেখক ও জননেতা ভ্লাদিমির কোরোলেংকার মৃত্যু।
১৯২৫ কাজী নজরুল ইসলামের পরিচালনায় ‘লাঙল’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৬ সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহণ করেন।
১৯৩৮ চেক সাংবাদিক ঔপন্যাসিক ও নাট্যকার কারেল সাপেক-এর মৃত্যু।
১৯৪৫ ভারতীয় কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক ‘স্বাধীনতা’ প্রথম প্রকাশিত হয়।
১৯৪৮ কবি হুমায়ুন কবির-এর জন্ম।
১৯৬১ নোবেলজয়ী (১৯৩৬) জার্মান-মার্কিন ভেষজবিজ্ঞানী ওটো লোই-র মৃত্যু।
১৯৬১ স্বাধীনতা সংগ্রামী, প্রগতিবাদী তাত্ত্বিক ও সংগঠক ভূপেন্দ্রনাথ দত্তের মৃত্যু।
১৯৬৪ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দক্ষিণ ভারত ও সিংহল-এর ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ৭ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬৮ ভারতের তামিলনাডুর বেনমনি গ্রামে ৪৪ জন ক্ষেতমজুরকে পুড়িয়ে মারা হয়।
১৯৭৭ ইংরেজ অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক চার্লি চ্যাপলিন-এর মৃত্যু।
১৯৮৯ চেক নাট্যকার ভা াভ হাভেল চেকো োভাকিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৯ রুমানিয়ার সাবেক রাষ্ট্রপতি নিকোলাই চেসেস্কুকে সস্ত্রীক হত্যা করা হয়।
১৯৯১ সোভিয়েত ইতিহাসের প্রথম ও শেষ কার্যনির্বাহী রাষ্ট্রপ্রধান মিখাইল গরবাচেভ পদত্যাগ করেন।
১৯৯১ মস্কোর ক্রেমলিন শীর্ষে৭৪ বছর ধরে উড্ডীয়মান কাস্তে হাতুড়ি চিহ্নিত লাল পতাকা শেষবারের মতো নামিয়ে ফেলা হয়। তার স্থলাভিষিক্ত হয় তিন রঙা রুশ পতাকা।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে শুরু হোক কর্ণফুলীকে বাঁচানোর পদক্ষেপ
পরবর্তী নিবন্ধসাপ্তাহিক লাঙল : নজরুলের রাজনৈতিক চেতনার ধারক ও বাহক