উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করুন

উত্তর জেলা আ.লীগের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ

| বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল করতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। চট্টগ্রামের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। দেবাশীষ পালিত ও জসিম উদ্দীন শাহ এর যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, ড. সুলতান আহমেদ, ইঞ্জিনিয়ার আলী আশরাফ, এম নসিরুল হক, ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন অধ্যাপক মো. মঈনুদ্দীন, অ্যাড. মো. ফখরুদ্দীন চৌধুরী, আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুর ইসলাম, মো. জসিম উদ্দীন, আবুল কাশেম চিশতী, আফতাব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, অধ্যাপক এ কে এম তফাজ্জল হক, আওয়ামী লীগ নেতা বেদারুল অলম চৌধুরী বেদার, শাহজাহান সিকদার, জাফর আহমেদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, আলাউদ্দীন সাবেরী, শওকত আলম, মো. সেলিম উদ্দীন, আকতার হোসেন খান, নাজিম উদ্দীন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী আব্দুল ওহাব,আব্দুল্লাহ আল বাকের ভুইয়াঁ, অ্যাড. মোহাম্মদ আলী, সোহরাব হোসেন নোমান, নাজিম উদ্দীন মুহুরী, জেলা কৃষকলীগ সভাপতি নজরুর ইসলাম চৌধুরী, জেলা মহিলা আওয়মী লীগ সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিত, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষ মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে ফুলের নৌকা উপহার দেয়া হয়। প্রেস বিঞ্জপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৭ জন