ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি সিপ্রং সেমিস্টারে দ্বিতীয় ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:০৫ অপরাহ্ণ

শিক্ষার্থীদের উন্নত শিক্ষা দেয়ার পাশাপাশি প্রশিক্ষিত করে গড়ে তোলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। গতকাল ইডিইউর বিভিন্ন অনুষদে স্প্রিং ২০২১ সেমিস্টারে দ্বিতীয় পর্যায়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেখানে উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান এ কথা বলেন। বেলা ১১টায় ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ওরিয়েন্টশন। এরপর দুপুর সাড়ে ১২টায় স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এবং বিকেল ৩টায় স্কুল অব বিজনেসের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, নতুনত্বকে বরণ করে নিতে হবে। করোনার প্রকোপে সারাবিশ্বে শিক্ষাখাতে পরিবর্তন এসেছে। এর ছোঁয়া লেগেছে ইডিইউতেও। পরীক্ষামূলকভাবে ক্যাম্পাস ও অনলাইনে একইসাথে পাঠদানের পরিকল্পনা ও কৌশল হাতে নিয়েছি আমরা। এ সময় ইডিইউর তিনটি স্কুলের অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ড. মো. নাজিম উদ্দিন ও ড. মোহাম্মদ রকিবুল কবির উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভালবাসা দিবস