আওয়ামী লীগ সরকারের আমলেই দেশে সম্প্রীতি বজায় থাকে

চন্দনাইশ বৌদ্ধ পরিষদের সভায় এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৪৬ পূর্বাহ্ণ

সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সব ধর্মের নাগরিকের দেশ বাংলাদেশ। বর্তমান সরকারের আমলেই দেশে সকল সম্প্রদায়ের অনুসারীরা স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন। আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় দেশ পরিচালনা করে বলেই দেশে এ সম্প্রীতি বজায় থাকে। তিনি গত শুক্রবার চন্দনাইশ বৌদ্ধ পরিষদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জোয়ারা বাদামতলের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক টিকেনজিৎ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। উদ্বোধক ছিলেন বৌদ্ধ নেতা রাখাল চন্দ্র বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক টিপু বড়ুয়া, অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, সুদীপ বড়ুয়া, রতন কান্তি বড়ুয়া, ডা. অসীম কুমার বড়ুয়া, অশোক বড়ুয়া, ব্যাংকার দীলিপ বড়ুয়া, প্রকৌশলী রূপক বড়ুয়া, মকুল বড়ুয়া,স্নিগ্ধা বড়ুয়া, রাখি বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া প্রমুখ। শেষে সংবর্ধিত অতিথি ও কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান এবং বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি।

পূর্ববর্তী নিবন্ধ‘পাহাড়তলী বধ্যভূমি থেকে দখলদার উচ্ছেদে আমৃত্যু সচেষ্ট ছিলেন আহাম্মদ কবীর’
পরবর্তী নিবন্ধজনগণের কল্যাণে শেখ হাসিনার বিকল্প নেই : এম এ সালাম