৯০ বিলিয়ন ডলারের রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে সক্ষম চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে বন্দর চেয়ারম্যান

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেছেন, চট্টগ্রাম বন্দরের ৯০ বিলিয়ন ডলারের পণ্য আমদানিরপ্তানির সক্ষমতা রয়েছে। বন্দরের সক্ষমতা বাড়াতে নানা পরিকল্পনা এখন বাস্তবায়িত হচ্ছে। সংস্কার কার্যক্রমের বড় উদাহরণ কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে তুলনামূলক বড় আকারের জাহাজ ভিড়ানোর উদ্যোগ। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতবিনিময় সভায় এম শাহজাহান এ কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে চট্টগ্রামের সাংবাদিকদের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক। সে সম্পর্ককে আরও দৃঢ় করতে বন্দর কর্তৃপক্ষ সাংবাদিকদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখার আহ্‌বান জানান তিনি।

চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কল্যাণে বন্দর কর্তৃপক্ষ নানা দৃষ্টান্ত স্থাপন করেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্ষেত্রেও বন্দর কর্তৃপক্ষ এমন ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেনক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, কার্যকরী সদস্য জসিম চৌধুরী সবুজ ও মোয়াজ্জেমুল হক।

উপস্থিত ছিলেনচট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর এম ফজলার রহমান, সদস্য (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম, সচিব মো. ওমর ফারুক, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, আল রাহমান, খোরশেদুল আলম শামীম, মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিলোনিয়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোর সম্মেলন
পরবর্তী নিবন্ধরমজান উপলক্ষে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা