এবং যখন আল্লাহ্ বলবেন, ‘হে মরিয়ম–তনয় ঈসা! তুমি কি লোকজনকে বলেছিলে– তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার জননীকে দু’ খোদারূপে গ্রহণ করো?
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১১৬) সূরা মা–ইদাহ।
জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়া অপেক্ষা ২৭ গুণ বেশি ছোয়াব।
– আল–হাদিস (তিরমিজী)
যাকে মান্য করা যায় তার কাছে নত হও।
– জ্যাকুইল মিলার।