৭৮৬

| বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৩২ পূর্বাহ্ণ

যে পথভ্রষ্ট হয়েছে যখন তোমরা সৎপথে থাকো। তোমাদের সবার প্রত্যাবর্তন আল্লাহ্‌রই দিকে। অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন যা তোমরা করেছিলে।

আলকোরানের বঙ্গানুবাদ (:১০৫) সূরা মাইদাহ।

হযরত রাছুলুল্লাহর (সাঃ) এর সম্মুখে যখনই কোন বিপদ উপস্থিত হইত, তখনই তিনি নামাজ পড়িতেন।

আলহাদিস (আবু দাউদ)

ধৈর্য এবং শিষ্টতা হচ্ছে শক্তি।

লে হান্ট।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতির আহ্বান শুধু গুরুত্বপূর্ণ নয়, সময়োপযোগীও