এবং যেসব লোক আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী নির্দেশ দেয় না, তবে তারা যালিম।
–আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৪৫) সূরা– মা–ইদাহ্।
ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন– এ’তেকাফ সম্বন্ধে হযরত রাসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন, সে পাপ হইতে দূরে থাকে, সৎকার্যগুলি তাহাদের পুরস্কার তাহাদের নিকট উপস্থিত করে, যে রূপ কেহ সব রকমের সৎকার্য করিলে পুরস্কার প্রাপ্ত হয়।
–আল–হাদিস (তিরমিজী)
অল্প দ্রব্য দান করিতে লজ্জিত হইও না, কেননা বিমুখ করা অপেক্ষা অল্প দান করা ভাল।
–হযরত আলী (রাঃ)।