তারা বলে, ‘এ নির্দেশ পেলে তা মান্য করো এবং যদি না পাও তবে বর্জন করো! আর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, তবে কখনো তুমি আল্লাহর নিকট তার জন্য কিছুই করতে পারবে না।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৪১) সূরা– মা–ইদাহ্।
যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখে, আল্লাহ তাহার ও দোজখের মধ্যে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানের তুল্য দূরত্ব স্থাপন করেন।
– আল–হাদিস (তিরমিজী)
বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া ভালো।
– থিওডোর রুজভেল্ট।