তুমি কি জানো না যে, আল্লাহ্রই জন্য আসমান সমূহের বাদশাহী এবং যমীনের? শাস্তি দেন যাকে চান এবং ক্ষমা করে দেন যাকে ইচ্ছা করেন। আল্লাহ্ সবকিছু করতে পারেন।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৪০) সূরা– মা–ইদাহ্।
যে ব্যক্তি আল্লাহ্র পথে একদিন রোজা রাখে। আল্লাহ্ তাহার ও দোজখের মধ্যে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানের তুল্য দূরত্ব স্থাপন করেন।
– আল–হাদিস (তিরমিজী)
কর্মদক্ষতাই মানুষের সর্বাপেক্ষা বড় বন্ধু।
– দাওয়ানি।