তবে, ওইসব লোক, যারা তাওবা করেছে এর পূর্বে যে, তোমরা তাদের উপর কর্তৃত্ব লাভ করবে। সুতরাং জেনে রেখো যে, আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৩৪) সূরা– মা–ইদাহ্।
আল্লাহতায়ালা বলেন– হে মানব সন্তান! দান কর। তোমাকে দান করা হইবে।
– আল–হাদিস (বোখারী, মোসলেম)।
মালার ফুল বাসি হলেও তার মর্যাদা কমে না।
– মার্ক টোয়েন।