৭৮৬

| শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

আল্লাহ মুসলমানদেরকে এ অবস্থায় ছাড়বার নন, যে অবস্থায় তোমরা রয়েছ। যে পর্যন্ত না পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে এবং আল্লাহর শান এ নয় যে, হে সর্বসাধারণ! তোমাদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে দেবেন।

– আল-কোরানের বঙ্গানুবাদ (৩:১৭৯) সূরা আ-ল-ই ‘ইমরান’।

তিনটি দোয়া অবশ্য কবুল হইয়া থাকে, ইহাতে কোন সন্দেহ নাই- (১) উৎপীড়িত ব্যক্তির দোয়া (২) মুসাফিরের দোয়া (৩) সন্তানের প্রতি পিতার দোয়া।

– আল-হাদিস (তিরমিজী)।

অনুকরণ দ্বারা পরের ভাব আপনার হয় না। অর্জন না করিলে কোনো বস্তুই নিজের হয় না; সিংহ চর্মে আচ্ছাদিত হইলেই কি গর্দভ সিংহ হয়?।

– বিবেকানন্দ।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসব শিক্ষার্থীকে ক্লাসে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে