আপনি বলুন, ‘হে কিতাবীরা! আল্লাহর আয়াতসমূহ কেন অমান্য করছো? এবং তোমাদের কাজ আল্লাহর সামনে রয়েছে।’
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৯৮) সূরা আ-ল-ই ‘ইমরান’।
প্রত্যেক ব্যধির প্রতিকার আছে। পাপের প্রতিকার ক্ষমা প্রার্থনা করা।
– আল-হাদিস (ছগির)।
দুষ্ট লোকেরা তাদের গড়া নরকেই বাস করে।
– টমাস ফুলার।