নিশ্চয় সর্বপ্রথম ঘর, যা মানবজাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই, যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৯৬) সূরা আ-ল-ই ‘ইমরান’।
সম্পদে ও বিপদে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় কর।
– আল-হাদিস (ছগির)।
প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
– জন।