নিশ্চয় ওই সব লোক, যারা ঈমান এনে কাফির হয়েছে অতঃপর কুফরের মধ্যে আরো বেড়ে গেছে তাদের তাওবা কখনো কবুল হবে না এবং তারাই হচ্ছে পথভ্রষ্ট।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৯০) সূরা আ-ল-ই ‘ইমরান’।
হে সমবেত নারীগণ! তোমাদের জন্য কি রৌপ্যের অলংকার নাই? সতর্ক হও তোমাদের মধ্যে যে নারী স্বর্ণের অলংকার পরিধান করিয়া নিজেকে প্রকাশ করে তাদের তাদ্বারা শাস্তি দেওয়া হইবে।
– আল-হাদিস (আবু দাউদ)।
সমাজে সমস্যা যত বাড়বে, মিথ্যাবাদীর সংখ্যাও তত বাড়বে।
– জন মাকুইজ।