৭৮৬

| শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৬:০৮ পূর্বাহ্ণ

(এ বিষয়ে) যে, মরিয়ম কার লালন-পালনের দায়িত্বে থাকবে! আর আপনি তাদের নিকট ছিলেন না যখন তারা বাদানুবাদ করছিলো।

– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৪৪) সূরা আ-ল-ই ‘ইমরান’।

তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে এবং উহা আসিবার পূর্বে উহাকে আহ্বান না জানায়। কারণ সে যখন মরে যাবে তার নেক কাজ করা বন্ধ হয়ে যাবে। অথচ মুমীনের জীবন নেকীই বাড়ায়।

– আল-হাদিস (মোসলেম)।

আমি আমার নিজের প্রশংসা নিজে করি না বলে লোকে আমাকে সম্মান দেয় বেশি।

– ক্যালভিরন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপহার ৫ কোটি ৯৫ লাখ টাকা পেল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধযার যার সামর্থ্য অনুযায়ী কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে