৭৮৬

| শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

আর তাদের উপমা, যারা আপন সম্পদ আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশার মধ্যে এবং নিজেদের আত্মা দৃঢ় করার জন্য ব্যয় করে, ওই বাগানের মতো, যা কোনো ঊর্ধ্ব ভূমির উপর হয়, যেটার উপর প্রবল বারিপাত হলো, এর ফলে দ্বিগুণ ফলমূল জন্মালো।

– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৬৫) সূরা বাক্বারা।

বনি আদমের অধিকাংশ গোণাহ তাহার মুখের কারণেই হইবে।

– আল-হাদিস (তিবরানী)।

অহংকারী লোক প্রয়োজনের সময় কারো সহানুভূতি পায় না।

– জন ফ্লোরিও।

পূর্ববর্তী নিবন্ধখাল-নালায় বর্জ্য ফেললে সামাজিকভাবে প্রতিরোধ
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি বন্দরকে ঘিরে অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা