অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও মিরপুরের উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়েছে। কারন এমন উইকেটে খেলে খুব বেশি লাভ হবেনা বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। অস্ট্রেলিয়াকে সিরিজের শেষ ম্যাচে ৬২ রানে এবং নিউজিল্যান্ডকে প্রথম ৬০ রানে গুটিয়ে দিয়ে কী বিব্রতকর স্বাদই না দিয়েছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে নিজেরাই সেই দুঃস্বপ্নের শিকার। কারন টাইগাররা যে নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে মাত্র ৭৬ রানে অল আউট হয়ে গেছে। যা ছিল একেবারেই অপ্রত্যাশিত। তবে হতাশার এই ঘোর দ্রুত কাটিয়ে পরের ম্যাচেই জয়ে ফিরতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে গত রোববার ৭৬ রানেই অলআউট হয়ে বাংলাদেশ হেরেছে ৫২ রানে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রান এটি। আর দেশের মাটিতে এটি সর্বনিম্ন স্কোর। ।
এই ম্যাচেও বাংলাদেশের বোলাররা দারুন করেছিল। নিউজিল্যান্ডকে ১২৮ রানে বেধে ফেলেছিল। কিন্তু ব্যাটসম্যানরা দিলেন চরম ব্যর্থতার পরিচয়। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন আশা করি আমরা ঘুরে দাঁড়াব এবং আরও শক্তভাবে ফিরব। এমনিতে আমাদের মিডল অর্ডার ভালো ব্যাট করছে। টপ অর্ডারও ভালো করেছে। তবে তৃতীয় ম্যাচে আমরা কোন জুটি গড়ে তুলতে পারিনি। আশা করছি সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আমরা সিরিজ নিশ্চিত করতে নামব। যেহেতু আরো একদিন সময় আছে হাতে কাজেই ভুল গুলো সবাই মিলে শুধরে নেওয়ার চেষ্টা করব। তিনি বলেন সিরিজে একটি ম্যাচে বাজে ভাবে হারালেও সিরিজে কিন্তু আমরাই এখনো এগিয়ে। টাইগার দলপতি বলেন সিরিজে এখনো দুটি ম্যাচ বাকি। তাই পরের ম্যাচ জিতে আমরা সিরিজ জয়ের চেষ্টা করব।অধিনায়কের পাশাপাশি কোচ রাসেল ডমিঙ্গোও এই ম্যাচের হতাশা নিয়ে পড়ে না থেকে তাকাতে চান সামনে। তিনি বলেন সেদিন টি আমাদের ছিলনা। তাই এখন এই দিনটা নিয়ে খুব বেশি ভাবনায় ডুবে থাকার সুযোগ নেই। ইতিবাচক দিকগুলোয় মনোযোগ দিতে হবে আমাদের । এখন সামনের ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন আমরা সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত উত্তেজনা নিয়ে যেতে চাইনা। চতুর্থ ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য থাকবে আমাদের। তবে সে ম্যাচে আমাদের ভিন্ন কৌশল নিয়ে নামতে হবে। আমাদের লক্ষ্য স্থির করা আছে। এখন কেবল সেটা প্রথম দুই ম্যাচের মত কাজে লাগাতে হবে। কারন শেষ ম্যাচে গিয়ে ঝুকি নিতে চাইনা আমরা। শেষ ম্যাচে গিয়ে পা পিছলালে ফেরার কোন সুযোগ নেই।
যেহেতু আমাদের প্রথম লক্ষ্য সিরিজ জেতা তাই সেটা আমরা চতুর্থ ম্যাচেই করতে চাই। দলের সবাই চাইছে তৃতীয় ম্যাচের স্মৃতি ভুলে যেতে। এখন আমরা নতুন করে সিরিজটা শুরু করতে চাই। তৃতীয় ম্যাচের স্মৃতি আমরা ভুলে গেছি। কালকের দিনটা আমাদের জন্য নতুন একটি দিন হবে। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচটি।