৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি

তারকেশ্বর স্মৃতি পরিষদ ও প্রীতিলতা ট্রাস্টের মানববন্ধন

| শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩১ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ ও বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভুল ব্যাখ্যা দিয়ে জাতির পিতার ভাস্কর্য যারা ভাঙচুর করেছে যারা দেশের সব ভাস্কর্য উৎপাটনের ঘোষণা দিয়েছে যে কোন মূল্যে তাদেরকে রুখে দিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ’৭২ এর সংবিধানকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিপ্লবী তারকেশ্বর স্মৃতি পরিষদ সভাপতি অঞ্জন কান্তি চৌধুরী। রোকন উদ্দীন আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাড. রানা দাশগুপ্ত। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জাসদ সভাপতি ভানু রঞ্জন চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেশাজীবী লীগ মহানগর সভাপতি ডা. দেবাশীষ মজুমদার, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তী, বিশ্বজিৎ কুমার দেব, প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, তপন ভট্টাচার্য, কাউন্সিলর পদপ্রার্থী রুমকী সেনগুপ্তা। মানববন্ধনে বক্তব্য দেন, কামাল হোসেন, জসিম উদ্দিন, অনুপ রক্ষিত, অশোক চক্রবর্ত্তী, বিজয় শংকর চৌধুরী, ডা. তপন দাশগুপ্ত, প্রবীর দাশগুপ্ত, শিক্ষক সোমনাথ চৌধুরী, শিক্ষক বাবলা দত্ত, প্রকৌশলী সনাতন চক্রবর্ত্তী বিজয়, অ্যাড. রঘুমনি, রূপক চক্রবর্ত্তী, সরোজ চক্রবর্ত্তী, প্রকাশ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় মাস্ক-সাবান বিতরণ করল চসিক
পরবর্তী নিবন্ধজয় বাংলা শিল্পী গোষ্ঠীর পুরস্কার বিতরণ