বাকলিয়ায় মাস্ক-সাবান বিতরণ করল চসিক

| শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩০ অপরাহ্ণ

নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে করোনা সচেতনতায় শতাধিক ব্যক্তির মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক ইউনিসেফের সহযোগিতায় এই মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের পক্ষে রূপা চৌধুরী, মাকমুন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা মোকাবেলায় সবাইকে জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। প্রয়োজনীয় কাজে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে ও ঘরে বাইরে বার বার হাত ধুতে হবে। তিনি বলেন, লকডাউন করলে দেশের সাধারণ মানুষের জীবন-জীবিকায় বিরূপ প্রভাব পড়বে। তাই নিজের সুরক্ষায় মাস্ক পরিধান হচ্ছে করোনার এই সময়ের সবচেয়ে ভাল টিকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের রক্তদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি