গতকাল নানা আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অলোচনা সভায় বক্তারা বলেছেন, ৭ মার্চ বাঙালি জাতির চেতনার অগ্নিমশাল। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দেশের আপামর জনগণকে উদ্দীপ্ত করে তুলেছিল। পরবর্তীকালে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে সে ভাষণ। একইভাবে এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিল নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবেও ইতিহাসে জায়গা করে নিয়েছে সেটি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ একটি শোষিত নির্যাতিত ও নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করে অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধে উদ্দীপ্ত করেছিলো। তাঁর এই আঠারো মিনিটের ভাষণে প্রতিটি শব্দ ও বাক্য একটি পরিকল্পিত জনযুদ্ধের নির্দেশনা। গতকাল সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতির বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, চসিক ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অতি. প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অধ্যক্ষ আমিনুল হক খান, মো. জসিম উদ্দিন চৌধুরী।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। তিন হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধুই সর্বকালের মহানায়ক। গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোহাম্মদ ইদ্রিস, আবুল কালাম চৌধুরী, এস এম আবুল কালাম, এড. জহির উদ্দিন, আবদুল কাদের সুজন, বোরহান উদ্দিন এমরান, খোরশেদ আলম, বিজয় কুমার বড়ুয়া, এড: কামরুন নাহার, শামীমা হারুন লুবনা, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, এস এম বোরহান উদ্দিন, মো: আবু তাহের প্রমুখ।
উত্তর জেলা আওয়ামী লীগ: ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল সকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি অধ্যাপক মঈনুদ্দীন, এটিএম পেয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দীন শাহ, আলাউদ্দীন সাবেরী, জাফর অহমেদ, প্রদীপ চক্রবর্তী, ইঞ্জিনিয়ার মেজবা উল আলম লাভলু, নাজিম উদ্দীন তালুকদার, মো. নুর খান, ব্যারিস্টার প্রিয়াংকা আহসান, আ স ম ইয়াছিন মাহমুদ, মো. ইদ্রিস, আকতার উদ্দনি মাহমুদ পারভেজ, হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব, শেখ ফরিদ চৌধুরী, তানভরি হোসেন চৌধূরী তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
চট্টগ্রাম জেলা প্রশাসন: চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী কমিশনার নাজমা বিনতে আমিনের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, সিএমপির অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ, জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এ বি এ আজাদ বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বপ্নে বিভোর করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিসত্তার বিকাশ ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছে।
চট্টগ্রাম ওয়াসা: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। সভায় জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলার সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ) তাহেরা ফেরদৌস বেগম প্রমুখ।
চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার সকাল ১০ টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) বীর মুক্তিযোদ্ধা হাদী হোসাইন বাবুল। এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বন্দর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আহমদ ইমরানুল আজিজ। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদা বেগম, প্রভাষক মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ আজিম ও নায়েবুল ইসলাম ফটিক প্রমুখ।
চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় চট্টগ্রামের উদ্যোগে ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৯টায় চট্টগ্রাম আদালত ভবনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী, অতি. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খোন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা, বন আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আনজুমান আরা, বিদ্যুৎ কোর্ট দক্ষিণের ম্যাজিস্ট্রেট বেগম আইরিন পারভিন, বিদ্যুৎ কোর্ট উত্তরের ম্যাজিস্ট্রেট বেগম কোহিনুর আক্তার, নাজির মো. আবু তাহের, বেঞ্চ সহকারী জয়নুল আবেদীন, শহীদুল আলম প্রমূখ।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গতকাল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে স্থাপিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এম.ইউ. জামান, সহকারী লাইব্রেরীয়ান মঞ্জুরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (অর্থ ও হিসাব) পিন্টু শীল, ডেপুটি এসিসটেন্ট রেজিস্ট্রার শহীদুল্লাহ মোহাম্মদ সিকান্দার, ডেপুটি এসিসটেন্ট রেজিস্ট্রার ফরহাদ আকরাম, অমল বিশ্বাস, গুলজার আকতার, মো. রিয়াদ হোসেন, হাসান ইকবাল ও সিরাজুল ইসলাম প্রমুখ।
পোর্ট সিটি ইউনিভার্সিটি: ৭ই মার্চ উপলক্ষে গতকাল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. ফসিউল আলম, কলা সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন মোহাম্মদ ইউনুস, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো সেলিম হোসেন প্রমুখ।
চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ঐতিহাসিক ৭ই মার্চ যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্ত্বর সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে ঐতিহাসিক মার্চের পটভূমি ও রাজনৈতিক গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েটে জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও মুজিব বর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, শ্যামল আচার্য, আমিন মোহাম্মদ মুসা, মো. জামাল উদ্দীন।
রেড ক্রিসেন্ট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ব্যবস্থাপনায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার, জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল দারুল ফজল মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে নগর আহ্বায়ক এড. এ এইচ এম জিয়াউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের নগর যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, সালাউদ্দিন আহমেদ, নগর সদস্য সাদেক হোসেন চৌধুরী পাপ্পু, নুরুল কবির, আনোয়ার ইসলাম বাপ্পী, পংকজ চৌধুরী কঙ্কন, জিয়া আমানত নয়ন সহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : ঐতিহাসিক ৭ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ফজরের নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ সকল মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং কেন্দ্রীয় মন্দিরসহ অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। সকাল থেকে চবি বঙ্গবন্ধু চত্বর, শহীদ বুদ্ধিজীবী চত্বর, চবি ‘স্মরণ’ চত্বর এবং চবি ২নং গেইট এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের পক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ : চট্টগ্রাম মেডিকেল কলেজে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। এ উপলক্ষে চমেক ক্যাম্পাসে জাতির পিতার ঐতিহাসিক ভাষণ প্রচার, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নতুন একডেমিক ভবনের সেমিনার কক্ষে অধ্যক্ষ প্রফেসর সাহেনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চমেক উপাধ্যক্ষ ও ডিন প্রফেসর নাসির উদ্দিন মাহমুদ, শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান প্রফেসর রাশেদা সামাদ, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর সুযত পাল, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান প্রফেসর মো. এহসানুল হক, ইউরোলজি বিভাগের প্রধান ও ডিন, ডা. মো. মনোয়ার উল হক, অফথালমোলজী বিভাগের প্রধান ডা. এস. এম. মাসুদ পারভেজ, অর্থোপেডিক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ রাজনীতির এক মহাকাব্য। এক অমর, অনবদ্য সৃষ্টি। এ ভাষণ বাঙালির সংকটে, সংগ্রামে প্রেরণার উৎস। যতদিন বাঙালির ইতিহাস থাকবে, ততদিন এ ভাষণ বাঙালির কাছে চেতনার অগ্নিমশাল হয়ে থাকবে। মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর আবদুল আলীম-এর সভাপতিত্বে ও বোর্ডের উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) তাওয়ারিক আলম প্রমুখ।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ : চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদ, কর্মচারী ও বিএনসিসির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়। কলেজ অডিটোরিয়ামে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে প্রচার করার পর আলোচনা অনুষ্ঠান শুরু হয়। কলেজের মূল গেইটে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা মমতাজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ রুকন উদ্দীন ছিদ্দিকী। বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রিবেন ধর, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নূরুল কাদের, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ শাহনাজ বেগম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম কিবরিয়া।
চিটাগং ইন্ডিপেন্ডন্ট ইউনিভার্সিটি: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আগামি দিনের সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ লাখো জনতার উপস্থিতিতে রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ যুগ যুগ ধরে এদেশের মানুষকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে। গতকাল রোববার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। দিবসটি পালন উপলক্ষে নগরের জামালখান ক্যাম্পাসে সিআইইউ কর্তৃপক্ষ হাতে নিয়েছিল নানান কর্মসূচি। সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমার প্রাণবন্ত সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক নুরুল আবসার, স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলম, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব কুমার দোয়েল দে প্রমুখ।
ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজ : ডা. ফজলুল- হাজেরা কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গতকাল শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অধ্যক্ষ প্রফেসর মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক এ.কে.এম সামশুদ্দীন, অধ্যাপক রাবেয়া বেগম, অধ্যাপক শিরিন আক্তার বেগম, অধ্যাপক তাহমিনা বেগম, অধ্যাপক মনোজ কুমার দেব, অধ্যাপক অনুভূতি দেব নাথ,প্রভাষক পপি সাহা প্রমুখ।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নাসের চৌধুরীর সভাপতিত্বে আতিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কদর। বক্তব্য রাখেন মোঃ জানে আলম, সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়ল, সেবিকা মুখার্জী মাওলানা সাইফুল আলম ফতেয়াবাদী, শিখা রানী দেবী, লায়ন রিমন মুহুরী, সাজিয়া আফরিন কুহেলি, শওকতের রহমান, শফিউল আজম, উৎসব সেনগুপ্ত প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়’৭১ : বিজয়’৭১ এর উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ শীর্ষক এক আলোচনা সভা মোমিন রোডস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিজয়’৭১ এর সভাপতি নাট্যজন সজল চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন এর সঞ্চালনায় এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া ও ভানু রঞ্জন চক্রবর্তী। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর কে রুবেল, ডা. মাহমুদুল হাসান, ডা. মো: মুনির আজাদ, ডা. এস কে পাল সুজন, ডা. এস এম ফারুকুজ্জামান, খোকন মজুমদার রাজীব, জয়উদ্দিন জয়, প্রণব মজুমদার, মৃণাল কান্তি দাশ, মোঃ শফিউল আলম টিপু, মোঃ সেকান্দর হোসেন সরকার, শেলী বড়ুয়া, লাকী আক্তার ও রোপী দাশ সুমী, শিল্পী বসাক প্রমুখ।
চট্টগ্রাম মহানগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল মান্নান ফেরদৌস। বক্তব্য রাখেন চসিক ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সুমন দেবনাথ, জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন খান, তানভীর আহমেদ রিংকু, শহীদুর রহমান শহীদ, তাজউদ্দীন রিজভী, জসিম উদ্দিন মিঠুন, শাহজাদা মাসুদ আকবরী, ইসতেহার উদ্দিন পারভেজ, সাহেদ হোসেন টিটু, মো. কামরুজ্জামান, সুমন চৌধুরী, আবু সুফিয়ান, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন আহমেদ, ফরমান উল্লাহ অপু, মামুনুর রশীদ, অ্যাড. টিপু শীল জয়দেব, ডা. নাহিদ ইমতিয়াজ, মনসুর আলী, মোস্তফা আমির, মো. সাহেদ, রুবেল, মো. জাবের, শহীদুল ইসলাম মিন্টু, আবু তাহের, মাকসুদুর রহমান মাসুদ প্রমুখ। আলোচনা সভার পূর্বে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।