৬টি ফিশিং বোট ও একশ কেজি ইলিশ জব্দ

পতেঙ্গা উপকূলীয় এলাকায় অভিযান

| রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

পতেঙ্গা উপকূলীয় এলাকার বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬টি ফিশিং বোট, ৩০টি অবৈধ বেহুন্দি জাল ও কম্পাসের ২টি ইলিশ জাল এবং আনুমানিক ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার জেলা মৎস্য দপ্তর চট্টগ্রাম ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। সরকার ঘোষিত ৬৫ দিন সাগরে মাছধরা থেকে বিরত থাকা কার্যক্রম মনিটরিং করার লক্ষ্যে উক্ত অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে সামুদ্রিক মৎস্য আইনে জব্দকৃত ৬ টি ফিশিং বোটকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক ১০০ কেজি ইলিশ মাছকে ১০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। জব্দকৃত ৩০ টি বেহুন্দি জাল ও কম্পাসের ২টি ইলিশ জাল যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন বেইজে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জ্বালিয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, কোস্টগার্ড পতেঙ্গা জোনের কন্টিজেন কমান্ডার মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে পাহাড় কাটার সময় চারজন আটক
পরবর্তী নিবন্ধরপ্তানিমুখী শিল্পকে বিধি-নিষেধের আওতামুক্ত রাখুন