৫০০ সদস্যকে টিকার আওতায় আনতে চায় জেলা ক্রীড়া সংস্থা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

দেশজুড়ে চলছে করোনার টিকাদান কর্মসূচি। সারাদেশের মত চট্টগ্রামেও গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। অনেকেই এরই মধ্যে টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। ব্যক্তিগত পর্যায়ে নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে যেমন চলছে টিকা গ্রহণ, তেমনি আবার নানা প্রতিষ্ঠান তাদের সংশ্লিষ্টদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে টিকার ব্যবস্থা করছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাও তাদের কাউন্সিলর, বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র ক্রীড়াবিদদের টিকার আওতায় আনতে পরিকল্পনা গ্রহণ করেছে।
সংস্থার যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী জানান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ক্রীড়াঙ্গণের মানুষদের টিকার ব্যাপারে কথা বলছেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে তিনি নিজেই যোগাযোগ করছেন। মশিউর বলেন, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ক্রীড়াঙ্গন সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় আনতে। আমাদের লক্ষ্য প্রায় ৫০০ জন। যেহেতু টিকা দেওয়ার ক্ষেত্রে বয়সের একটি বাধ্যবাধকতা রয়েছে সেহেতু প্রথমে কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রীড়াবিদদের মধ্যে যাদের বয়স ৪০ এর উপরে তাদেরকে আওতায় আনতে চায় জেলা ক্রীড়া সংস্থা।
তিনি জানান, টিকা দেওয়ার বিষয়টাকে তারা সহজ করতে চান। যদি সম্ভব হয় তাহলে জেলা ক্রীড়া সংস্থার একটি নির্দিষ্ট স্থানে তারা টিকার ব্যবস্থা করবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে হাসপাতালে গিয়ে তাদের লোকজনদের টিকার ব্যবস্থা করাবেন।
মশিউর রহমান বলেন, সরকারের লক্ষ্য দেশের বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনা। সে নীতির সাথে একমত পোষণ করে নিজেদের মানুষদেরকে টিকার আওতায় আনতে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। তাদের সে পরিকল্পনায় প্রায় ৫০০ মানুষ রয়েছে। সেখানে হয়তো পরিবারের সদস্যরাও অন্তর্ভুক্ত হতে পারে।
করোনাকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা নানাভাবে ক্রীড়াঙ্গণের মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। যেখানে ক্রীড়াবিদ, সংগঠক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে সবাই অন্তর্ভুক্ত ছিল। এবার টিকার ক্ষেত্রেও সেভাবে সবাইকে অন্তর্ভুক্ত করতে চায় তারা। এখন দেখার বিষয় কবে নাগাদ এই টিকা প্রদান শুরু করতে পারে জেলা ক্রীড়া সংস্থা।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল : নাছির
পরবর্তী নিবন্ধমাহবুব তালুকদার পদত্যাগ করতে প্রস্তুত