চকরিয়া পৌরশহর চিরিঙ্গায় রোগ নির্ণয়কারী ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযান চালিয়েছে র্যাবের একটি দল। এ সময় নোংরা পরিবেশ ও মানসম্মত প্যাথলজিক্যাল মেডিসিন ব্যবহার না করায় ৪টি প্রতিষ্ঠানকে নগদ আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় বেশকিছু ফার্মেসিতেও অভিযান চালায় দলটি। গতকাল শনিবার দুপুরে হাসপাতাল ও বালিকা বিদ্যালয় সড়কের ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসিতে এই অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। সাথে ছিলেন র্যাব-১৫ কঙবাজার এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হকসহ র্যাবের বিপুল সংখ্যক সদস্য।
র্যাব জানায়, অভিযানের সময় নোংরা পরিবেশ এবং মানসম্মত প্যাথলজিক্যাল মেডিসিন ব্যবহার না করায় চার ডায়াগনস্টিক সেন্টার যথাক্রমে শেভরণ, একুশে, ডিজিটাল ও হিলসাইড প্যাথলজিকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তদ্মধ্যে একুশে ডায়াগনস্টিক সেন্টারকে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে হাসপাতাল সড়কে ওষুধ ব্যবসায়ীদের নিয়ে ব্রিফিং করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় তিনি বলেন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা যাবে না। পরীক্ষাগারগুলোতে পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশ বজায় রাখতে হবে। যেকোনো ধরনের অনৈতিক কাজ বন্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।