পতেঙ্গা উপকূলে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে জেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড পূর্বজোন চট্টগ্রাম যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করে।
এসময় জেলে মাধব জলদাস ও গকুল জলদাসকে আটক করা হয়। আটককৃতদের সামুদ্রিক মৎস্য আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি, মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, কোস্টগার্ড পতেঙ্গা জোনের কন্টিজেন কমান্ডার মামুনুর রশিদ প্রমুখ। উল্লেখ্য, গত ২০ মে থেকে ২৩ শে জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার ।