২৭ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লক্ষ টাকা জরিমানা

পরিবেশগত ক্ষতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:২৩ পূর্বাহ্ণ

পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গ ও ছাড়পত্রবিহীনভাবে কার্যক্রম চালানোর অপরাধে চট্টগ্রাম বিভাগের ২৭ প্রতিষ্ঠানকে ১৩ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর । গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে পৃথক পৃথক শুনানি শেষে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন পরিচালক মুফিদুল আলম। তন্মধ্যে চট্টগ্রাম জেলার ১২ প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৮৫ হাজার জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে চন্দনাইশের এ জে সি পোল্ট্রি এন্ড এগ্রোকে ৪০ হাজার টাকা, সাঙ্গু ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা, ফটিকছড়ির ভুজপুর ব্রিক্স এন্ড ম্যানুফ্যাকচারিংকে এক লক্ষ টাকা, আনোয়ারা উপজেলার সাদিয়া ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা, রাঙ্গুনিয়ার খাজা স’মিল এন্ড টিম্বারকে ৫০ হাজার টাকা, হাটহাজারির বাংলাদেশ মোটর ইঞ্জিনিয়ার ওয়ার্কসকে ১০ হাজার টাকা, পটিয়ার ওয়াহিদ উল্লাহকে ২০ হাজার টাকা, ইসলামাবাদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রিজকে ৮০ হাজার টাকা, কর্ণফুলী উপজেলার এস আর এল কসমস ট্রল লিমিটেডকে দুই লক্ষ টাকা, সীতাকুণ্ডের আম্বিয়া স্টিল এন্ড রি-রোলিং মিলস লিমিটেডকে ৫ হাজার টাকা, সাতকানিয়ার রসুলাবাদ ব্রিক্স ম্যানুফ্যাকচারিং এন্ড কোম্পানিকে ৩০ হাজার টাকা এবং ছাড়পত্র নবায়ন না করার অভিযোগে সরোয়ার অটোব্রিক্সকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একইদিন খাগড়াছড়ি পার্বত্য জেলার নাফিস এন্টারপ্রাইজ ব্রিক্সকে এক লক্ষ টাকা এবং কক্সবাজার জেলার রামুর সিকদার অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করছে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি