কাজী রাহাত পরিচালিত ড্রামা সিরিজ ‘আমাদের বাড়ি’। তারিক আনাম খান, দীপা খন্দকার, রওনক হাসান, নাদের চৌধুরী, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ একঝাঁক তারকারা এতে অভিনয় করেছেন। গত ১৭ নভেম্বর ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ হয়েছে। সেখানেই জানানো হয়েছে আগামী ২৭ নভেম্বর থেকে এটি উপভোগ করতে পারবেন জি ফাইভের দর্শক। পরিচালক জানান, ‘আমাদের বাড়ি’র কাহিনীটি আবর্তিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে। একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালোবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে বাইরের জগতের নানা ঘাত-প্রতিঘাতের সঙ্গে লড়াই করে জয়ী হতে সহায়তা করে। জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবারিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা, যা তাদের আরও আপন করে তোলে। জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, আমাদের লক্ষ্য হলো বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্কিত কাহিনী নিয়ে তৈরি কন্টেন্টের মাধ্যমে বিনোদন প্রদান করা।