২৪ পদাতিক ডিভিশন আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল ২০ জানুয়ারি ৫৬ বেংগল মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৫৬ বেংগল ৩২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। রানার আপ দল ১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ২৮ পয়েন্ট লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারী শেখ হান্নাফি। রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নূর উল্লাহ জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান ২৪ পদাতিক ডিভিশন আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিশেষ ভূমিকা রাখায় অটল ছাপ্পান্নকে ধন্যবাদ জানান। ২৪ পদাতিক ডিভিশন আন্তঃ ইউনিট কাবাডি প্রতিযোগিতায় মোট ১৯টি দল অংশ নেয়।