২০৪০ সালের মধ্যে দেশ হোক ধূমপান ও তামাকমুক্ত

চট্টগ্রামে সেমিনারে স্বাস্থ্য বিভাগের অতি. সচিব

| শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সাবিনা ইয়াসমিন বলেছেন, ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ধূমপানের কারণে মানুষ মারাত্মক জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কমে যাচ্ছে আয়ুষ্কাল। এরপরও ধূমপায়ীরা সচেতন হচ্ছে না। অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহণ ও খোলা জায়গায় ধূমপান করা নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। বিভিন্ন কারণে আমাদের সন্তানেরা ধূমপানে জড়িয়ে পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে আগামী ২০৪০ সালের মধ্যে ধূমপান ও তামাকমুক্ত দেশ গড়তে হবে।

এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয়’ বিষয়ক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয় সেমিনারের আয়োজন করেন। বক্তারা বলেন, বর্তমানে প্রকাশ্যে ধূমপানের জরিমানা ৩শ টাকা। শুধু জরিমানা করে ছেড়ে দিলে হবে না। ধূমপান ও তামাকের ব্যবহার রোধে নিয়মিত সভা-সেমিনারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রয়োজনে তামাক চাষ বন্ধ করে দিতে হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. জাকির হোসেন খান, বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান।

মাল্টিমিডিয়ার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। আলোচনায় অংশ নেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক ড. গাজী গোলাম মাওলা, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ‘আর্ক’ এর প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দেড়লাখ চিংড়ি পোনা জব্দ করে অবমুক্ত