২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনায়

রোড সেইফটি ফাউন্ডেশন

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২১ অপরাহ্ণ

গেল বছর দেশে সড়ক দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের ৩৬ শতাংশের প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। নিহত ৭ হাজারের মধ্যে আড়াই হাজারই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে বলে খবর দিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন।

রোড সেইফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৩৫৯ জন, আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ৩ হাজার ২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ৬৭১ জন নিহত হয়েছেন।

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সন্মেলনে সড়ক দুর্ঘটনা নিয়ে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে রোড সেইফটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন তারা। খবর বিডিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯৬২ জন নারী (১৩ দশমিক ০৭ শতাংশ), ১০০৮ জন শিশু (১৩ দশমিক ৬৯ শতাংশ)। দুর্ঘটনায় ১ হাজার ৫৬৪ জন পথচারীর প্রাণ গেছে, যা মোট নিহতের ২১ দশমিক ২৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪১ জন, অর্থাৎ ১২ দশমিক ৭৮ শতাংশ। ২০২৫ সালে ১৩২টি নৌদুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত হয়েছেন। ৩৪ জন নিখোঁজ রয়েছেন। ৫১৯টি রেলপথ দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত এবং ১৫২ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন: রোড সেইফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে পণ্যবাহী যানবাহন ২৭ দশমিক ৫৫ শতাংশ, যাত্রীবাহী বাস ১৩ দশমিক ৮৭ শতাংশ, মাইক্রোবাসপ্রাইভেটকারঅ্যাম্বুলেন্সজিপ ৪ দশমিক ৮৪ শতাংশ, মোটরসাইকেল ২৫ দশমিক ৪৭ শতাংশ, থ্রিহুইলার (ইজিবাইকসিএনজিঅটোরিকশাঅটোভ্যানলেগুনামিশুক ইত্যাদি) ১৭ দশমিক ১৮ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমনভটভটিআলমসাধুমাহিন্দ্রটমটম) ৬ দশমিক ১৫ শতাংশ, বাইসাইকেল শূন্য দশমিক ৮৮ শতাংশ, প্যাডেল রিকশা ১ দশমিক ৪২ শতাংশ এবং অজ্ঞাত যানবাহন ২ দশমিক ৫৯ শতাংশ। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ১২ হাজার ৩৮৯টি। এর মধ্যে ১ হাজার ৭১৯টি বাস; ৩ হাজার ৪১৪টি পণ্যবাহী যানবাহন; ৬০০টি মাইক্রোবাসপ্রাইভেটকারঅ্যাম্বুলেন্সজিপ; ৩ হাজার ১৫৬টি মোটরসাইকেল; ২ হাজার ১২৯টি থ্রিহুইলার, ৭৬৩টি স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমনভটভটিআলমসাধুমাহিন্দ্রটমটম ইত্যাদি), ১১০টি বাইসাইকেল, ১৭৭টি প্যাডেল রিকশা এবং ৩২১টি অজ্ঞাত গাড়ি।

পূর্ববর্তী নিবন্ধগহিরা এজেওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক ছাত্রদলকে আগামী নির্বাচনে অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখবে হবে